বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০২ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে নারাইনের বিদায়

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

জাতীয় দলে নেই অনেক দিন হলো। খেলে যাচ্ছিলেন শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আন্তর্জাতিক ক্রিকেট তাই সুনীল নারাইনের কাছে মনে হচ্ছিল দূর আকাশের তারা। বিদায় বলতে হয়, তাই নারাইনও বললেন।

আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন ৩৫ বছর বয়সী এই ক্যারিবীয় অলরাউন্ডার।

নারাইন সবশেষ টেস্ট খেলেছেন ২০১৩ সালে। সর্বশেষ ওয়ানডে ২০১৬। আর টি-টোয়েন্টি খেলেন প্রায় চার বছর আগে, ২০১৯-এ। গতকাল এক ইনস্টাগ্রামে নারাইন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলার পর চার বছরের বেশি পেরিয়ে গেছে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।

ব্যক্তিগতভাবে অল্পকিছু মানুষই আমাকে ক্যারিয়ারজুড়ে নিঃশর্ত সহায়তা করে গেছেন এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখায় সাহায্য করেছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’

অবসরের আগে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ক্যারিবীয় জার্সিতে মোট ১২২টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে টেস্ট ৬টি, ওয়ানডে ৬৫টি এবং টি-টোয়েন্টি ৫১টি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি চালিয়ে যাবেন নারাইন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর