শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

শাখতারের কাছে হেরেই গেল বার্সেলোনা

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে সর্বশেষ দুই আসরে ভালো করতে পারেনি বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি গ্রুপ পর্বই পার হতে পারেনি দুই আসরে। এবার অবশ্য তেমন শঙ্কা নেই, তবে ‘এইচ’ গ্রুপের খেলায় মঙ্গলবার রাতে বড় একটা ধাক্কা হজম করতে হয়েছে তাদের। শাখতার দোনেৎস্কের কাছে অ্যাওয়ে ম্যাচে হেরে গেছে জাভির দল। নিজেদের মাঠের খেলায় ১-০ গোলে জয় পেয়েছে ইউক্রেনের ক্লাবটি। ড্যানিলো সিকান করেন একমাত্র গোলটি।

টানা তিন ম্যাচ জয়ে উড়ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। নক আউট পর্ব আগেভাগে নিশ্চিত করতে এই ম্যাচ থেকে  এক পয়েন্ট দরকার ছিল বার্সেলোনার। কিন্তু সব পয়েন্ট হারিয়ে আসতে হলো তাদেরকে। অথচ ম্যাচে ছিল একচ্ছত্র আধিপত্য। তা সত্ত্বেও একের পর খেলোয়াড় পরিবর্তন করেছেন। কিন্তু সমৃদ্ধ এক রক্ষণভাগের বিপক্ষে তারা মোটেও সুবিধা করতে পারেনি।  পুরো ম্যাচে একবার তারা প্রতিপক্ষের জাল লক্ষ্য করে শট নিতে পেরেছে।

হামবুর্গে অনুষ্ঠিত ম্যাচে বিরতির পাঁচ মিনিট আগে সিকান দারুণ এক হেডে সফরকারীদের চমকে দেন। খেলার ধারার বিপরীতে গোলটি পায় স্বাগতিকরা। ডান পাশের টাচ লাইন থেকে গিওর্গি গোচোলেইশভিলি ক্রসে হেড করে গোল করেন তিনি। বিরতির পর গিওর্গি গোচোলেইশভিলি স্কোর শিটে নাম ওঠানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট সরাসরি গোলরক্ষকের কাছে চলে যায়।

ম্যাচে বার্সেলোনা স্বাগিতক দলের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। তাই তো দলকে আরো শক্তিশালী করতে দ্বিতীয়ার্ধে এক সঙ্গে চারটি পরিবর্তন আনেন বার্সা কোচ জাভি। তবে এতে কোনো সুফল বয়ে আনেনি। স্বাগতিক দলের পয়েন্টে ভাগ বসাতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে জাভি বলেন,‌ চ্যাম্পিয়ন্স লিগে সবসময় সেরাটা খেলা খেলতে হয়, আজ আমরা তা পারিনি। আমরা মোটেও ভালো খেলতে পারিনি। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং উন্নতি করতে হবে।

এই হার সত্ত্বেও ৪ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তবে তাদের শীর্ষস্থান এখন হুমকির মুখে। কেননা দ্বিতীয় স্থানে থাকা পোর্তোরও পয়েন্ট ৯। গোল পার্থক্যে তারা পিছিয়ে রয়েছে। বার্সেলোনাকে হারানোর পর শাখতারের পয়েন্ট ৬। তারা তৃতীয় স্থানে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর