বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:০১ অপরাহ্ন

জামালপুরে অলিম্পিক সলিডারিটি কোর্স

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

জেলা ক্রীড়া সংস্থা সমূহকে আরও সুষ্ঠ ও কার্যকরীভাবে পরিচালনার উদ্দেশ্যে এর সাথে সম্পৃক্ত ক্রীড়া সংগঠকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং অলিম্পিক আন্দোলনকে জোরদার করা তথাপি অলিম্পিজমের বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক প্রতি বছর দেশের বিভিন্ন জেলায়  Olympic Solidatity Sports Administrators Course  শীর্ষক ০৫ দিন ব্যাপী একটি কোর্স আয়োজন করে থাকে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ নভেম্বর ২০২৩ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থায় উক্ত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ক্রীড়া সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এমাদুল হক, সিনিয়র সহকারি কমিশনার, জামালপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মির্জা জিল্লুর রহমান।

উল্লেখিত কোর্সটি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক জনাব মোঃ মাহফুজুর রহমান সিদ্দিকী, জনাব ফারুকুল ইসলাম, জনাব মোঃ মোশাররফ হোসেন মোল্লা ও জনাব মোঃ মেহেদী হাসান পরিচালনা করবেন। এই প্রোগ্রামে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা হতে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কোর্সটি আগামী ১৯ নভেম্বর ২০২৩ইং তারিখে শেষ হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর