বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

ওয়ালটন কাপ নারী বেসবলে পুলিশকে হারিয়ে আনসার চ্যাম্পিয়ন

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

দুপুরে পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ পুলিশকে ২১-১২ পয়েন্টে হারায় বাংলাদেশ আনসার। তার আগে শুক্রবার স্থান নির্ধারণী ম্যাচে তৃতীয় হয় গুলনাজ ওয়ারিয়র্স। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়ার পাশাপাশি ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

তিনদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, এসকেএসপি ও গুলনাজ ওয়ারিয়র্স। দলগুলোকে নিয়ে লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে শীর্ষে থাকা দুটি দল খেলে ফাইনাল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর