বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:০১ অপরাহ্ন

জামালপুরে অলিম্পিক সলিডারিটি কোর্সের সমাপণী

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিওএ’র আয়োজনে জামালপুরে শেষ হলো অলিম্পিক সলিডারিটি স্পোর্টস অ্যাডমিনিসট্রেটর কোর্স। রোববার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে সনদ বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনের এই কোর্সের সমাপণী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান।

দেশের জেলা ক্রীড়া সংস্থাগুলোকে সুষ্ঠ ও কার্যকরীভাবে পরিচালনার উদ্দেশ্যে সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং অলিম্পিক আন্দোলনকে জোরদার করে অলিম্পিজমের বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় আয়োজন করা হয় Olympic Solidarity Sports Administrators Course.

এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর, বুধবার জামালপুর জেলা ক্রীড়া সংস্থায় কোর্সের উদ্বোধন করা হয়। কোর্সে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক মোঃ মাহফুজুর রহমান সিদ্দিকী, ফারুকুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন মোল্লা ও মোঃ মেহেদী হাসান পরিচালনা করেন। এই কোর্সে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা হতে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর