ঢাকায় ২ দিনের আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের নির্বাহী সভার উদ্বোধন

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের (বিজিএফ) ব্যবস্থাপনায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিকস ফেডারেশনের (এফআইজি) দুইদিনব্যাপী নির্বাহী কমিটির সভা।
২২ নভেম্বর ২০২৩ বুধবার সকাল সাড়ে ৯টায় এই নির্বাহী সভা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট (বিওএ) জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন এফআইজি প্রেসিডেন্ট জাপানের মোরিনারি ওয়াতানাবে। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। খেলাধুলায় ঈর্য়ণীয় সাফল্য অর্জনের মধ্যে দিয়ে ক্রীড়াক্ষেত্রেও বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন এফআইজি প্রেসিডেন্ট।
প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্বপূর্ণ নির্বাহী সভা আয়োজনে বাংলাদেশকে বেছে নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিকস ফেডারেশনকে ধন্যবাদ জানান সেনাপ্রধান তথা বিওএ প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশের আজকের সাফল্য অর্জন করা কেবলই সম্ভব হয়েছে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভের কারণেই। আর এর রূপকার ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সেনা প্রধান আরও বলেন, জাতির পিতার সেই স্বপ্নের বাস্তবায়ন করে চলেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আমার ওপর আস্থা রাখায় সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি বিওএ প্রেসিডেন্ট হিসেবে দেশের ক্রীড়াঙ্গনেও কিছু অবদান রাখা সম্ভব হচ্ছে।
নির্বাহী সভার আয়োজন প্রসঙ্গে সেনা প্রধান বলেন, ‘এই নির্বাহী সভা বাংলাদেশে আয়োজন আমাদের ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ। তিনি এই মাইফলক নির্বাহী সভার সাফল্য কামনা করেন এবং চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনকে অভিনন্দন জানান।পরে তিনি এফআইজি নির্বাহী সভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সকালে তিনি উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন। তাঁকে সভাকক্ষে নিয়ে যান এফআইজি প্রেসিডেন্ট মোরিনারি ওয়াতানাবে।
এই নির্বাহী সভা উপলক্ষ্যে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এফআইজি প্রেসিডেন্ট জাপানের মোরিনারি ওয়াতানাবেসহ নির্বাহী কমিটির সদস্যরা। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখেযাগ্য এশিয়ান জিমন্যাস্টিক্স ইউনিয়নের (এজিইউ) প্রেসিডেন্ট কাতারের আবদুলরহমান বেন সাদ আলশাত্রি, আফ্রিকান জিমন্যাস্টিক্স ইউনিয়নের (ইউএজি) প্রেসিডেন্ট মিশরের এহাব এসাইউ, ইউরোপিয়ান জিমন্যাস্টিকসের (ইজি) প্রেসিডেন্ট আজারবাইজানের ফরিদ গায়িবভ, প্যান অ্যামেরিকান
জিমন্যাস্টিক্স ইউনিয়নের (পিএজিইউ) মেক্সিকো নাওমি চিকো ভ্যালেনজো আওকি ও ওশেনিয়া জিমন্যাস্টিক্সের (ওজি) প্রেসিডেন্ট নিউজিল্যান্ডের মব্রে এফসিজি এফজিএনজেড।
সেনাপ্রধান বিদায় নেওয়ার পর শুরু হয় এফআইজির নির্বাহী সভার কার্যক্রম। এই সভা আগামীকাল ২৩ নভেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।
এই নির্বাহী সভা উপলক্ষ্যে বর্তমানে ২৭ দেশের জিমন্যাস্টিক্সের শীর্ষ কর্তারা বাংলাদেশে অবস্থান করছেন। এই নির্বাহী সভা সাধারণত নির্বাহী কমিটির সদস্য দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বিজিএফের উদ্যোগকে সম্মান জানিয়ে এফআইজির গুরুত্বপূর্ণ এই নির্বাহী সভা ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
এই আয়োজন বাংলাদেশের জিমন্যাস্টিকসের জন্য বিশেষ মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন বিজিএফ প্রেসিডেন্ট শেখ বশির আহমেদ মামুন।