ম্যাক্সওয়েলের দানবীয় ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে সিরিজ বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয় ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের আরও একটা দানবীয় ব্যাটিং। ২০তম ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ভারতের বিপক্ষে দলকে এনে দিলেন ৫ উইকেটের জয়। সেসাথে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর তৃতীয় ম্যাচটা জিতে টিকে রইলো ম্যাথু ওয়েডের দল।
শেষ দুই ওভারে ২২+২৩=৫৫ রান তুলে নেয় ম্যাক্সওয়েল ও ম্যাথু ওয়েড জুটি। বিশেষ করে শেষ ওভারে প্রয়োজন ছিলো ২১ রান। শেষ পর্যন্ত ৪৮ বলে সেঞ্চুরি তুলে জয়ের পাশাপাশি সিরিজও বাঁচিয়ে রাখলেন বিশ্বকাপে রুপকথা জন্ম দেয়া ম্যাক্সওয়েল।
এর আগে, গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রুতুরাজ গায়কোয়ারের ৫৭ বলে ১২৩ রানের সুবাদে তিন উইকেটে ২২২ রানের পাহাড় দাঁড় করায় ভারত। ২৪ রানে ২ উইকেট হারালেও দমে যাননি গায়কোয়ার। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক সূর্যকুমার যাদব পরে তিলক ভার্মার সাথে জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন।
এতোদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের কোন ব্যাটারই টি টোয়েন্টিতে সেঞ্চুরি করতে পারেন নি। এই ম্যাচে সেটা করিয়ে দেখালেন রুতুরাজ। শুধু তাই নয় টি টোয়েন্টিতে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে শুভমান গিলের ১২৬ রান আছে শীর্ষে।
তিন নম্বরে আছেন বিরাট কোহলি। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২ রান করেছিলেন। চার নম্বরে আছেন রোহিত শর্মা। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৮ রান করেছিলেন।
টস: অস্ট্রেলিয়া (আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত)
ভেন্যু: গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম
ভারত: ২২২/৩
অস্ট্রেলিয়া: ২২৫/৫
ম্যান অফ দ্য ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া?