বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

বিজয় দিবস কাবাডি

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রানার গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৮ দলের অংশগ্রহণে ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘রানার মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতাG

৫ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নিচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর শেষ হবে এবারের বিজয় দিবস কাবাডি।

১০ ডিসেম্বর বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় দিবস কাবাডি’র উদ্বোধন ঘোষণা করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পৃষ্ঠপোষক রানার গ্রুপের চেয়ারম্যান এবং কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান। এ সময় ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও অন্যরা উপস্থিত থাকবেন।

প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে পরস্পরে মোকাবিলা করবে।

ক- গ্রুপে খেলবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), মেঘনা কাবাডি ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং গোপালগঞ্জ কাবাডি ক্লাব।

খ- গ্রুপে থাকা দল চারটি হলো : বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব, ডিএমপি কাবাডি ক্লাব, বাংলাদেশ জেল এবং দিয়া স্পোর্টিং ক্লাব (মৌলভীবাজার)।

উদ্বোধনী দিনে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় পুলিশ কাবাডি ক্লাবের প্রতিপক্ষ দিয়া স্পোর্টিং ক্লাব।

বিকেল ৫টায় মুখোমুখি হবে বিজিবি ও গোপালগঞ্জ।

সন্ধ্যা ৬টায় মাঠে নামবে মেঘনা ক্লাব ও ফায়ার সার্ভিস।

সন্ধ্যা ৭টায় দিনের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ জেল ও ডিএমপি কাবাডি ক্লাব।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর