লা লিগানাটকীয় জয়ে আবারও শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগায় নাটকীয় এক জয়ে বছর শেষ করেছে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে উদ্ধার করেছে শীর্ষস্থান। বৃহষ্পতিবার রাতে অ্যাওয়ে ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল আলাভেসের বিপক্ষে জয় পেতে ঘাম ছুটে গেছে দলটির। দ্বিতীয়ার্ধের বেশির সময় একজন কম নিয়ে খেলা রিয়াল ইনজুরি সময়ের গোলে জয় পায়। ৯২ মিনিটে একমাত্র গোলটি করেন লুকাস ভ্যাজকুয়েজ।
এই জয়ে জিরোনার সমান ৪৫ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট ৪৫। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।
পুরো ম্যাচে আলাভেসের বিপক্ষে তেমন কোন আক্রমণে যেতে পারেনি রিয়াল মাদ্রিদ। তাদের বিপদটা আরো বাড়িয়ে দেন নাচো। মারাত্মক ফাউলের কারণে ৫৪ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। এ অবস্থায় পয়েন্ট হারানোটা নিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু শেষ মুহুর্তে টনি ক্রুসের নেওয়া কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে বলকে আলাভেসের জালে পাঠিয়ে দেন ভ্যাজকুয়েজ।
চলতি মৌসুমে বেশির ভাগ ম্যাচে জুডে বেলিংহাম এবং রদ্রিগো রিয়াল মাদিদ্রের আক্রমণে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এ ম্যাচ তারা অনেকটা নিষ্প্রভ ছিলেন। শুধু রিয়ালের খেলোয়াড়রা নয়, আলাভেসের খেলোয়াড়রা রিয়ালের জন্য কোনো বিপদ হয়ে উঠতে পারেননি।
রিয়াল মাদ্রিদ এ মৌসুমে এ পর্যন্ত মাত্র ১১টি গোল হজম করেছে। স্প্যানিশ লিগে এ পর্যন্ত সবচেয়ে কম গোল হজম করা দল তারা। রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ ৩ জানুয়ারি। নিজেদের মাঠে মায়োর্কার বিপক্ষে খেলবে তারা।