শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

ভিডিও খবর...

কোথায় হারালেন নারী ক্রিকেটার জাহানারা?
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

জাহানারা আলমের নাম নিশ্চয়ই মনে আছে? জাতীয় নারী ক্রিকেট দলের প্রথম গ্ল্যামার গার্ল জাহানারার নাম ভুলে যাওয়ার কোন কারণ-ই নেই। তবে শুধু কি গ্ল্যামারের জন্যই তাকে মনে রাখা? নিশ্চয়ই না। মাঠের ক্রিকেটে গতির সাথেই সখ্য ছিলো জাহানারা আলমের। পেস বোলিংটা ভালোই করতেন তিনি। সব মিলিয়ে গ্ল্যামার ও পারফরমেন্সের কারণে একটা সময় বিশ্বের প্রভাবশালী নারী ক্রিকেটারদের তালিকায়ও জায়গা করে নিয়েছিলেন খুলনার এই মেয়ে।

আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে জাহানারার প্রভাব এতোটাই ছিলো যে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পর্যন্ত তাদের ইউটিউব চ্যানেলে জাহানারাকে নিয়ে বিশেষ ডকুরেমন্টারি বানিয়েছিলো। যেখানে তুলে ধরা হয়েছিলো তার ক্রিকেটে আসা, বাংলাদেশ দলকে নিয়ে তার পরিকল্পনা। একজন নারী হয়েও পেস বোলিংটাকে তিনি নিয়ে গিয়েছিলেন অনন্য পর্যায়ে। তার বৈচিত্র্যপূর্ণ অ্যাকশনের কারণে আন্তর্জাতিক নারী ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তিনি ছিলেন নিয়মিত মুখ। ভারতের নারী আইপিএলের দল ভেলোসিটি ছাড়াও বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ক্রিকেট টুর্নামেন্টে খেলেছেন ফ্যালকন্স ওমেন ও সুপার ওমেনের হয়ে।

সব মিলিয়ে জাহানারা হয়ে উঠছিলেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোস্টার গার্ল। নিজের বোলিং অ্যাকশনের পাশাপাশি, বৈচিত্রময় ফ্যাশন দিয়েও চোখ টানতেন তিনি। একটা সময় তার ব্যক্তিত্ব হয়ে উঠেছিলো অনন্য সাধারণ। ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন দেশ ও দেশের বাইরে। মিডিয়ার কাঙ্খিত মুখ জাহানারাকে তখন খুঁজে নিয়েছিলো বড় বড় প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারের জন্যও। সেটাই কি কাল হয়ে দাঁড়ালো তার জন্য?

আর এভাবেই কিনা তিনি ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেন। যার প্রভাব পড়ছিলো তার আচরণেও। সে কারণেই কি না অভিযোগ ওঠা শুরু হয় যে দলের অন্য খেলোয়াড় ও টিম স্টাফদের সাথে বাজে আচরণ করছেন জাহানারা। ধীরে ধীরে শৃঙ্খলা ভাঙার বিষয়টি এমন পর্যায়ে পৌছে যাওয়ার পাশাপাশি এমন অভিযোগও উঠেছিলো যে বিষয়টিকে আর মুখেই আনতে চাইলেন না বিসিবির কর্তারা।

এখন জাহানারা কোথায় আছেন? দল যেখানে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিজয় কেতন উড়িয়েছে। সেখানে তিনি নেই। এর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে স্মরণীয় সিরিজ জয়েও ছিলেন না তিনি। তিনি কি হারিয়ে গেছেন ক্রিকেট থেকেই?

২০১১ সালের ২৬ নভেম্বর সাভার বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষিক্ত জাহানারা টানা ছিলেন দলের অপরিহার্য্য এক সদস্য। তার মতো পেস বোলিংটা দলের আর কেউই পারতেন না। কিন্তু বাদ পড়লেন শৃঙ্খলাভঙ্গের দায়ে। ২০২৩ সালের জানুয়ারি কমনওয়েলথ গেমসের বাছাই থেকে প্রথমবারের মতো বাদ পড়েছিলেন জাহানারা। সেই সময় বিসিবির উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছিলেন শৃঙ্খলাভঙ্গের জন্যই বাদ পড়েছেন নাদেল।

নাদেল আরও বলেছিলেন জাহানারার বিপক্ষে এমন সব তথ্য রয়েছে যা জানাজানি হলে দেশের নারী ক্রিকেটের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শুধু তাই নয় যে কোন মানুষই এটা শুনলে লজ্জায় কুকড়ে যাবে। অর্থাৎ বিষয়টা এতোটাই স্পর্শকাতর যে এটা কখনোই প্রকাশ করা যাবে না। ফলে বোঝাই যাচ্ছে বোর্ড কর্তারাও এই বিষয়ে আর মুখ খুলতে চান না।

সেই যে শুরু। পরে অবশ্য দলের কথা বিবেচনা করে কমনওয়েলথ গেমসে ডাক পেয়েছিলেন জাহানারা। কিন্তু ভারতীয় নারী দলের বিপক্ষে গত জুলাইয়ে অনুষ্ঠিত হোম সিরিজে আবারও বাদ পড়েন। তাকে ছাড়াই ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সাফল্য পেয়েছে টাইগ্রেসরা। ফলে ধরেই নেয়া যায় বাংলাদেশের নারী ক্রিকেটে জাহানারা অতীত হতে চলেছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর