শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্ণামেন্টের উদ্বোধন

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

ঢাকার কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে তিন দিনের ‘৯ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্ণামেন্ট ২০২৪। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে আজ সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

১৭ জানুয়ারি থেকে শুরু হলেও আজ আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী/বিদেশী সদস্যগণসহ দেশের সব গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশ নিচ্ছেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ চৌধুরী, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুস সামাদ চৌধুরী, বিএসপি, এনডিসি, পিএসসি, ক্লাবের টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লেঃ কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন (অবঃ)।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর