ইউসিসিসি ফিদে স্ট্যান্ডার্ড রেটিং স্কুল চেস চ্যাম্পিয়নশিপে আয়াস এবং ঐতিহ্য অপরাজিত চ্যাম্পিয়ন

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত “ইউসিসিসি ফিদে স্ট্যান্ডার্ড রেটিং স্কুল চেস চ্যাম্পিয়নশিপ-২০২৩” এ ষষ্ঠ থেকে দশম শ্রেণী বিভাগে চাঁদপুরের চেরিয়ারা হাই স্কুল এন্ড কলেজের আয়াস আব্দুল্লাহ খাজির এবং নার্সারি থেকে পঞ্চম শ্রেণী বিভাগে সাউথব্রিজ স্কুলের ঐতিহ্য বড়ুয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
উভয় খেলোয়াড়ই নিজ নিজ বিভাগে ম্যাচে সাড়ে পাঁচ পয়েন্ট করে পেয়েছেন।
ষষ্ঠ থেকে দশম শ্রেণী বিভাগে ৫ পয়েন্ট পেয়ে সাউথ পয়েন্ট স্কুলের তাহসিনুল হক জোয়েব রানারআপ হয়েছে। সাড়ে চার পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে ইন্টারন্যাশনাল হোপ স্কুলের আহরাফ হোসেন তৃতীয় এবং নওগাও জেলা স্কুলের রূপময় মণ্ডল চতুর্থ হয়েছে।

নার্সারি থেকে পঞ্চম শ্রেণী বিভাগে ৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের সাফায়াত কিবরিয়া আযান রানারআপ এবং পাবনা জেলা স্কুলের এ এল এম ফারুকী তৃতীয় হয়েছে।
সড়ে চার পয়েন্ট করে পেয়ে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের রাইয়ান রশিদ মুগ্ধ চতুর্থ হয়েছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরাস্থ বিইসিএল হলরুমে ১৯ ও ২০ জানুয়ারি দুইদিনব্যাপী প্রথমবারের মতো উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে এই স্কুল টুর্নামেন্টে একজন ভারতীয় সহ সারা দেশ থেকে ৬১ জন দাবাড়ু নার্সারি থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই দুই গ্রুপে প্রতিযোগিতা করেন।
খেলা শেষে গতকাল ২০ জানুয়ারি, শনিবার সন্ধ্যা সাতটায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রোড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদ (অব)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেডের ডিরেক্টর (এডমিন) ইঞ্জিনিয়ার মোঃ মাইনুল ইসলাম এবং মেজর (অব) আমিন।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর