ইন্ডিয়ান ওমেন্স লিগইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম গোল করেও হার দেখলেন সানজিদা

মেয়েদের আইএসএলখ্যাত ইন্ডিয়ান ওমেন্স লিগে নিজের দ্বিতীয় ম্যাচে গোল পেলেন বাংলাদেশী সেনসেশন সানজিদা আক্তার। অবশ্য তার গোলের পরও কিকস্টার্ট এফসির কাছে ৩-১ গোলে হারলো কোলকাতার জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গল।
সাবিনা ও সানজিদার এই ম্যাচটিকে ভারতের মিডিয়া নাম দিয়েছিলো বাংলাদেশ ডার্বি। সেই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন গোল না পেলেও দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন। যদিও কিকস্টার্টের হয়ে ম্যাচের ৮৭ মিনিটে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা।
ইন্ডিয়ান ওমেন্স লিগে এই মৌসুমে এটি ছিলো ইস্ট বেঙ্গলের অষ্টম ম্যাচ। এর মধ্যে একটিমাত্র জয়। বাকি ৭ ম্যাচের মধ্যে ড্র একটাতে। আর হেরেছে বাকি ছয়টা ম্যাচ।
গত ৩০ জানুয়ারি সানজিদা তার প্রথম ম্যাচ খেলেন স্পোর্টস উড়িষ্যা দলের বিপক্ষে। ঐ ম্যাচে গোলশূন্য ড্র করেছিলো ইস্ট বেঙ্গল।
সব মিলিয়ে চার পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে টেবিলের ষষ্ঠস্থানে ইস্টবেঙ্গল। দুই পয়েন্ট নিয়ে একেবারে তলানীতে স্পোর্টস উড়িষ্যা।
সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাবিনার কিকস্টার্ট এফসি আছে টেবিলের তিন নাম্বারে। সমান খেলায় ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উড়িষ্যা এফসি। আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে গোকুলাম কেরালা। ফলে কেরালা এফসিকে ছুঁয়ে ফেলার সুযোগ আছে কিকস্টার্টের সামনে।