বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এর কার্যনির্বাহী কমিটির (০১/২০২৪নং) সভা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান এবং বিওএ’র সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি(বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
সভার শুরুতেই ৫২ সালের ২১শে ফ্রেব্রুয়ারিতে ভাষার জন্য আত্মত্যাগ দানকারী, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের এবং স্বাধীনতা যুদ্ধের সময় হতে অদ্যাবধি ক্রীড়াঙ্গনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সভার কার্যক্রম আরম্ভ করেন।
সভার উল্লেখযোগ্য সিদ্ধান্ত:
১। গত ০২ ডিসেম্বর ২০২৩ইং তারিখে অনুষ্ঠিত বিওএ কার্যনির্বাহী কমিটির সভা এবং গত ১৯ আগস্ট ২০২৩ইং তারিখে অনুষ্ঠিত বিওএ’র সাধারণ পরিষদের সভার সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে সভায় অবহিত করা হয় এবং এতে কমিটির উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। অতঃপর বিওএ’র কার্যনির্বাহী কমিটি এবং সকল কাউন্সিলারদের নিয়ে খেলাধূলার উন্নয়নে পবিত্র রমযানের পর সুবিধাজনক সময়ে মত বিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
২। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বিওএ-র পরবর্তী সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
৩। গত সভায় থাইল্যান্ডের ব্যাংকক ও চোনবুরী শহরে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ এশিয়ান ইনডোর এন্ড মার্শাল আর্ট গেমসে দাবা, সুইমিং, তায়কোয়ানডো, কারাতে, এ্যাথলেটিকস, বাস্কেটবল, রেসলিং এবং শ্যূটিংসহ ৮টি ডিসিপ্লিনে দল প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তবে তায়কোয়ানডো দলের পারফরম্যান্স আশানুরূপ না থাকায় তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদকের অনুরোধের প্রেক্ষিতে তায়কোয়ানডো ডিসিপ্লিনকে প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাস্টার্স এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় এ্যাথলেটিক্স দল ভাল ফলাফল অর্জন করায় সভায় সন্তোষ প্রকাশ করা হয় এবং গেমসে অংশগ্রহণের বিষয়ে পূর্ব নির্ধারিত ২ জনের স্থলে ৪ জনের দল চূড়ান্ত করা হয়।