শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচী প্রকাশ

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ১৬ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ শেষে বাংলাদেশ এখন ওয়ানডে সিরিজ খেলছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটা ম্যাচ বাকি। এ ম্যাচের পর শুরু হবে টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট। তবে টাইগারদের মাঠের লড়াই শেষ হচ্ছে না। শ্রীলঙ্কা সিরিজ শেষ হতেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সফরে তারা ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজে কোনো ওয়ানডে বা টেস্ট নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ শনিবার সিরিজের চূড়ান্ত সূচী প্রকাশ করেছে।

জিম্বাবুয়ে ক্রিকেট দল আগামী ২৮ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। পাঁচ ম্যাচের সিরিজের তিনটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের বাকি দুই ম্যাচ ঢাকায়। চট্টগ্রামে প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩ মে। ৫ মে ও ৭ মে পরবর্তী দুই ম্যাচ। সিরিজের শুরুটা চট্টগ্রামে হওয়ায় ঢাকায় পৌঁছানোর পরই জিম্বাবুয়ে দল চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে। চট্টগ্রামের ম্যাচ শেষে জিম্বাবুয়ে দল ঢাকায় ফিরবে। ঢাকায় ১০ ও ১২ মে সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সফরে যাবে। সেখানে তারা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। ২১ মে প্রথম ম্যাচ। পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর