ডিপিএলপারটেক্সকে সহজে হারাল গাজী গ্রুপ

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে শুক্রবারের ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপি’র চার নম্বর মাঠে পারটেক্সকে তারা ৫ উইকেটে হারায়। লিগে এটা ছিল গাজী গ্রুপের টানা দ্বিতীয় জয়। সব উইকেট হারিয়ে পারটেক্সের করা ১৩০ রানের জবাবে গাজী গ্রুপ ৩২.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
গাজী গ্রুপের জয়ের নায়ক ছিলেন বোলাররা। একের এক উইকেট তুলে নিয়ে তারা পারটেক্সের ক্রিকেটারদের রান সমৃদ্ধ হতে দেননি। মাত্র ২৫ রানে মাহফুুজুর ৪ উইকেট শিকার করেন। জয়নাল ইসলামের শিকার ৩ উইকেট। মাত্র ৩৩ রানে এই ৩ উইকেট নিয়ে তিনি মাহফুজুরকে যোগ্য সহযোগিতা দেন।
জবাবে গাজী গ্রুপের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। একের পর এক উইকেট হারাচ্ছিল তারা। এরই মাঝে মেহেদি মারুফ একাই রুখে দাঁড়ান। অপর প্রান্তে একের পর এক সতীর্থ আসা যাওয়া করলেও তিনি ছিলেন অবিচল। তার ৫৯ রানের চমৎকার ইনিংসটা ব্যবধান গড়ে দেয়। দলও পৌঁছে যায় জয়ের বন্দরে।