ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটমাহেদির হ্যাটট্রিকে প্রাইম ব্যাংকের নাটকীয় জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে নাটকীয় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আজ বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে তারা সিটি ক্লাবের বিপক্ষে ৩ রানে জয় পেয়েছে। ৮ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের করা ৩০৫ রানের জবাবে সিটি ক্লাব ৩০২ রান করতে সমর্থ হয়। এ জয়ের নায়ক মাহেদি হাসান। শেষ তিন উইকেট নিয়ে তিনি হ্যাটট্রিক করেন। মোট ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হন।
প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল ব্যর্থ হলেও পারভেজ হোসেন ইমন ও জাকির হোসেনের চমৎকার ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পেয়ে যায়। ইমন সেঞ্চুরি করেন। ১১৪ বলে তার সংগ্রহ ১০০ রান। জাকির হোসেন ৭৭ বলে ৭৯ রান করেন। এছাড়া মোহাম্মদ মিথুনের ২৯ বলে ৪২ রান প্রাইম ব্যাংকের রানকে দ্রুত বাড়িয়ে দেয়।
সিটি ব্যাংকের মেহেদি হাসান মিরাজ ৪ উইকেট শিকার করেন। ৩০৬ রানের জয়ের লক্ষ্যমাত্রায় খেলতে সিটি ক্লাব কখনো পথ হারায়নি। সাবলীল গতিতে তারা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। দুই ওপেনার সাদিকুর রহমান (৩৫) ও জয়রাজ শেখ (৫৫) ব্যাটিং ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছিল। পরবর্তীতে শাহরিয়ার কমল (৬৬), রাফসান আল মাহমুদের ৩৬ আর সাজ্জাদুল হকের ৭৬ রান দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু ৩ রান আগেই তাদের ইনিংস থেমে যায়।