বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে তানজিদ তামিম

সিরিজের শেষ ম্যাচে এসে বাংলাদেশ দলে কি সব ঘটনা ঘটে চলেছে। নিজের শেষ ওভারে বোলিং করতে এসে আহত হয়ে মাঠ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। পায়ে টান পড়েছে তার। অবস্থা খারাপ হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
ফিল্ডিংয়ের সময় আহত হয়ে মাঠ ছেড়েছেন জাকের আলী অনিক। ক্যাচ নিতে গিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে সংঘর্ষ হয় তার। দুইজনের মাঠ ছেড়েছেন। তবে বাংলাদেশের বিপদ ডেকে এনেছে সৌম্য সরকারের ইনজুরির কারণে। চোট পেয়ে তিনি মাঠ ছাড়ায় বাংলাদেশের ইনিংস ওপেনার করার মতো অবস্থায় নেই। এ কারণে কনকাশন সাব হিসেবে ওপেন করতে নেমেছেন তানজিদ তামিম। তার সঙ্গে রয়েছেন এনামুল হক বিজয়।
আজকের ম্যাচটা উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় থাকায় আজ যারা জিতবে তারাই সিরিজ জয়ের উৎসব করবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বোলাররা বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন। তারপরও শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের তাসকিন আহমেদ সফল বোলার। ৩ উইকেট নিয়েছেন তিনি।