শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন মুস্তাফিজুর

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়ে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৯ ওভার শেষে দুটো উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন। কিন্তু নিজের বোলিং কোটা শেষ করতে পারলেন না। বোলিং কোটার শেষ ওভারে বল হাতে নিয়ে থামতে হলো তাকে। বোলিংয়ের শুরুতে পায়ে টান লেগে থমকে দাঁড়িয়েছিলেন। আর বল করতে পারেননি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

ম্যাচের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার বল করতে আসেন মুস্তাফিজ। একটা বল করেছিলেন কিন্তু সেটা ওয়াইড হয়। পরের বল করতে এসে রান আপের মাঝেই আটকে যান তিনি। পরে চেষ্টা করেও পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে বর দিয়ে স্ট্রেচারে উঠে মাঠ ছাড়নে এই পেসার।

আজকের ম্যাচটা উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় থাকায় আজ যারা জিতবে তারাই সিরিজ জয়ের উৎসব করবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বোলাররা বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন। তারপরও শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের তাসকিন আহমেদ সফল বোলার। ৩ উইকেট নিয়েছেন তিনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর