আইসিসির মাসসেরা পুরস্কার হাতে পেলেন নাহিদা

প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। জাতীয় দলের সতীর্থ ফারজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে টপকে এই পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। প্রায় তিন মাস পর সেই পুরস্কার হাতে পেয়েছেন তিনি। আজ মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা নাহিদের হাতে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন।
গত বছরের আগষ্টে পাকিস্তানের নারী দলের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশের নারী দল। পরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশের মেয়েরা। সেখানে বড় ভূমিকা রেখেছিলেন নাহিদা আক্তার। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে নাহিদা আক্তার ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন।
পাকিস্তান বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজে বাংলাদেশ হেরে গিয়েছিল। কিন্তু নাহিদা নিয়েছিলেন ৩ উইকেট। পরের ম্যাচে মাত্র ১ উইকেট পান। কিন্তু তিনি ভেঙ্গেছিলেন গুরুত্বপূর্ণ এক জুটি। পরে ম্যাচটি টাই হওয়ার সুপার ওভারে ৭ রান দিয়ে দুই উইকেট নেন। সে ম্যাচ জিতে সিরিজে ফেরে বাংলাদেশ। শেষ ম্যাচে ২৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।