ইনজুরিতে টেস্ট সিরিজ থেকে বাদ মুশফিকুর

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে খেলার সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট মারাত্মক আকার ধারণ করেছে। ফলে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আঙ্গুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। সোমবার চট্টগামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলার সময় তিনি চোট পান।’
তাসকিন আহমেদের একটা বল ক্যাচ নেওয়ার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুশফিক। মাঠেই তাকে সেবা দেওয়া হয়। পরবর্তীতে পুরো ইনিংস কিপিং করেছেন। ব্যাট হাতে খেলেছেন গুরুত্বপূর্ণ এক ইনিংস। ম্যাচ শেষে ঢাকায় এসে আঙ্গুলের এক্সরেতে তার নাজুক অবস্থা ধরা পড়ে। আঙ্গুলে চিড় ধরেছে। ফলে তার খেলা হচ্ছে না।
জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেছেন, ধারণা করা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।