বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজসর্বোচ্চ রান লিয়াঙ্গের, উইকেট তাসকিনের

শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। টানটান উত্তেজনার সিরিজে শেষ পর্যন্ত বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় পেয়েছে। সদ্য সমাপ্ত সিরিজে সর্বোচ্চ রান করেছেন শ্রীলঙ্কার জানিথ লিয়াঙ্গের। আর সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন বাংলাদেশের তাসকিন আহমেদ।
একটি সেঞ্চুরিসহ তিন ম্যাচে লিয়াঙ্গের সংগ্রহ ১৭৭ রান। সর্বোচ্চ রান অপরাজিত ১০১। সঙ্গে একটা হাফ সেঞ্চুরিও রয়েছে। গড় রান ৮৮.৫। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮১.৫ গড় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তার মোট রান ১৬৩, সর্বোচ্চ অপরাজিত ১২২।
ব্যাটিংয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে শ্রীলঙ্কার দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও চারিথ আসলাঙ্কা। পঞ্চম স্থানে বাংলাদেশের মুশফিকুর রহিম।
বোলিংয়ে বাংলাদেশের তাসকিন আহমেদ ৮ উইকেট নিয়ে সেরা বোলার। ৫.২০ ইকোনমিক রেট তার। সেরা বোলিং ৪২ রানে ৪ উইকেট। দ্বিতীয় স্থানে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৬ উইকেট শিকার তার। সেরা বোলিং ৪৫ রানে ৪ উইকেট। পাঁচটি করে উইকেট পেয়েছেন লাহিরু কুমারা ও শরিফুল ইসলাম।