শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

হাসারাঙ্গার ফেরা

তাহলে ঘটনা এই!
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২০ মার্চ, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা। তখনই তার আন্তর্জাতিক নিষেধাজ্ঞাটা নিশ্চিত হয়েই গিয়েছিল। কেননা আগে থেকে ডিমেরিট পয়েন্ট ছিল হাসারাঙ্গার। সব মিলিয়ে ৫ ডিমেরিট পয়েন্ট থাকায় প্রথম দুই টি-টোয়েন্টিতে নিষিদ্ধ ছিলেন তিনি।

সেই নিষেধাজ্ঞা কাটিয়ে শেষ টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। মাত্র চার ম্যাচ পরেই আবার ডিমেরিট পয়েন্ট। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন তিনি। আম্পায়ারিং নিয়েও বাজে কথা বলেন। এ ঘটনায় তার ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট জমা হয়। সব মিলিয়ে ২৪ মাসে ৮ ডেমিরিট পয়েন্ট। আইসিসির নিয়ম অনুসারে ২৪ মাসের মধ্যে ৭-৮টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে ২ টেস্ট বা চারটি ওয়ানডে অথবা সম পরিমাণ টি-২০ ম্যাচে নিষিদ্ধ হবেন ডিমেরিট পাওয়া ক্রিকেটার। হাসারাঙ্গার ৮ ডিমেরিট পয়েন্ট হওয়ায় দুই টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন।

যদি টেস্টে হাসারাঙ্গা না ফিরতেন তাহলে আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রথম চার ম্যাচে খেলতে পারতেন না। কারণ বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর শ্রীলঙ্কার আরো কোনো খেলা নেই। সরাসরি বিশ্বকাপ। ফলে দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে বাইরে রাখতে চায়নি শ্রীলঙ্কা। বিশ্বকাপের শুরুতেই যাতে হাসারাঙ্গাকে পাওয়া যায় সে কারণেই হয়তো তাকে টেস্ট সিরিজে ফেরানো হয়েছিল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর