শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:২২ অপরাহ্ন

প্রীতি ম্যাচ খেলছেন না রোনালদো

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২০ মার্চ, ২০২৪

আল নাসরের হয়ে আলো ছড়িয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় প্রতি ম্যাচেই গোল করে চলেছেন তিনি। তবে এই পারফরম্যান্সটা এবার জাতীয় দলের হয়ে দেখাতে পারছেন না রোনালদো। কেননা সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না তিনি।

পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদোকে কোচ রবার্তো মার্টিনেজ দলে রাখেননি-বিষয়টা তেমন নয়। প্রীতি ম্যাচ থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন। আন্তর্জাতিক বিরতিতে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলেই এ ম্যাচে খেলছেন না। মূলত এ কারণেই কোচ তাকে দলে রাখেননি।

আগামী ২২ মার্ রাতে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল। এ ম্যাচে রোনালদো না খেললেও পরের ম্যাচে খেলবেন। সে ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষের নাম স্লোভেনিয়া। ২৭ মার্চ অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর