শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

মুশফিকুরের বদলে ডাক পেলেন তাওহীদ হৃদয়

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২০ মার্চ, ২০২৪

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। আঘাতটা মারাত্মক হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তার পরিবর্তে দলে এসেছেন তাওহীদ হৃদয়। জাতীয় দলের জার্সিতে আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেললেও এবারই প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেলেন এই মিডল অর্ডার ব্যাটার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত সোমবার শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের করা বল উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ নেওয়ার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুশফিকুর রহিম। এ সময় সেবা নিয়ে তিনি আবার খেলা শুরু করেন। পুরো ইনিংস উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন। ব্যাট হাতে নেমে ৩৭ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চট্টগ্রাম ম্যাচ শেষে ঢাকায় এসে মুশফিকুরের আঙ্গুলে এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায় তার আঙ্গুলে চিড় ধরেছে। জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, সে এখন পর্যবেক্ষণে আছে। ধারণা করা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ মার্চ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ মার্চ। এ ম্যাচটি হবে চট্টগ্রামে।

১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর