শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

ঢাকা প্রিমিয়ার লিগ

রানে তামিম ইকবাল, জয় প্রাইম ব্যাংকের
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২০ মার্চ, ২০২৪

ঢাকা প্রিমিয়ার লিগে অবশেষে রানের দেখা পেয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম কয়েক ম্যাচ ব্যর্থ হয়েছিলেন। এবার তার ব্যাট হেসেছে। করেছেন হাফ সেঞ্চুরি। তার দল প্রাইম ব্যাংক ৮ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে।

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে রূপগঞ্জ ৩১.১ ওভারে মাত্র ১৩২ রানে সব উইকেট হারায়। জবাবে ২৯.২ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।

স্বল্প রানের লক্ষে্য ব্যাট হাতে নেমে প্রাইম ব্যাংকের সূচনাটা ছিল উড়ন্ত। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তামিম ইকবাল দুইজনই দারুণ ব্যাটিং করেছেন। ১১৮ রানের উদ্বোধনীয় জুটি তাদের। ৭৮ বলে ৬৭ রান করে আগে ফেরেন তামিম। তার বিদায়ের পরপরই ক্রিজ ছাড়েন ইমন। ৭৫ বলে করেছেন ৫০ রান। তাদের বিদায়ের পর দলকে সহজেই লক্ষ্যে পৌঁছে দেন নাইম ইসলাম ও বিশাল চৌধুরী। রূপগঞ্জের হয়ে একটি করে উইকেট পেয়েছেন জনি ও মামুন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে রূপগঞ্জ নিয়মিত বিরতিতে উইকেট হারায়। এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখেছেন শামসুর রহমান শুভ। তিনি ৪৬ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন। বেশির ভাগ ব্যাটারদের ব্যর্থতায় ১৩২ রানে থেমে যায় রূপগঞ্জ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর