লাইভে এসে ঘটনা খোলাসা করলেন তামিম

জাতীয় দলের দুই খেলোয়াড়ের ফোনালাপ নিয়ে দেশজুড়ে হৈ চৈ পড়ে গিয়েছিল। তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজের সেই ফোনালাপ নিয়ে সমালোচনার ঝড় চলছিল। অবশেষে তামিম ইকবাল লাইভে এস সেই ফোনালাপের বিষয়টি খোলাসা করেছেন।
নিজের ফেসবুক পেজে লাইভে এসে তামিম ইকবাল বলেন, মূলত নগদের একটি বিজ্ঞাপনের প্রচারণার ফোনালাপ ফাঁসের অভিনয় করেন তারা। লাইভে তামিম ও মিরাজের পাশাপাশি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ উপস্থিত ছিলেন।
গতকাল একটি বেসরকারি টেলিভিশন তামিম ও মিরাজের মধ্যকার একটি ফোনালাপ প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে শোনা যায়, কোনো এক কারণে তামিম ইকবাল সতীর্থ মুশফিকুর রহিমের ওপর ক্ষোভ প্রকাশ করছেন। নালিশ জানাচ্ছেন মেহেদি হাসান মিরাজের কাছে। সেই ফোনালাপ প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় বইয়ে যায়। অনেকে পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করতে থাকেন। তবে বেশিক্ষণ এই সমস্যা জিইয়ে থাকেনি। তামিম ইকবাল নিজেই সব খোলাসা করেছেন। জানিয়েছেন বিজ্ঞাপনের জন্য তারা এই নাটক করেছেন।