সন্ধ্যায় লাইভে আসছেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেটাঙ্গন হঠাৎ করে এক ফোনালাপ নিয়ে সরগরম। ওপেনার তামিম ইকবাল রয়েছেন এই ফোনালাপের কেন্দ্রবিন্দুতে। গতকাল মঙ্গলবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত হয় তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজের ফোনালাপ। সেই ঘটনায় নিজের অবস্থান পরিস্কার করার জন্য আজ লাইভে আসার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম ইকবাল এই ঘোষণা দিয়েছেন।
তামিম ইকবালের আজ ৩৫তম জম্মদিন। নিজের শুভ জম্মদিনে ভক্ত-সমর্থকদের কাছ থেকে জম্মদিনের শুভেচ্ছাবাণী পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ভক্তদের প্রতি তামিম ইকবাল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তামিম ইকবাল পোস্টে লিখেছেন, জম্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মানে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা সাতটায় লাইভে আসছি।-তামিম ইকবাল।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর