শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

অলিম্পিক ফুটবল

আর্জেন্টিনার সঙ্গী মরক্কো ও ইউক্রেন
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

অলিম্পিক ফুটবল নিয়ে আলোচনার শেষ নেই। বিশেষ করে আর্জেন্টিনা ও দলটির অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা বেশি ঘুরপাক খাচ্ছে। মেসি অলিম্পিকে খেলবেন কিনা তা নিয়ে ভক্তদেরও আগ্রহের শেষ নেই। এরই মাঝে হয়ে গেল অলিম্পিকের পুরুষ ফুটবলের ড্র। আর্জেন্টিনা অলিম্পিকে বি গ্রুপে খেলবে। স্বাগতিক ফ্রান্স খেলবে ‘এ’ গ্রুপে। ফ্রান্স উদ্বোধনী ম্যাচে অংশ নেবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

অলিম্পিক ফুটবলে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। আর্জেন্টিনা গ্রুপে রেছে মরক্কো ও ইউক্রেন। আরো একটা দল তাদের সঙ্গী হবে। তবে সে দলটি এখনো চূড়ান্ত হয়। এশিয়া থেকে সুযোগ পাওয়া তৃতীয় দলটি এ গ্রুপে যোগ দেবে।

২৪ জুলাই আর্জেন্টিনা প্রথম ম্যাচে মাঠে নামবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। দ্বিতীয় ম্যাচ ২৭ জুলাই। এ ম্যাচে প্রতিপক্ষের নাম এখনো অজানা। ৩০ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ইউক্রেনের মুখোমুখি হবে।

অলিম্পিকে মেসির খেলার সম্ভাবনা সম্পর্কে দলটির কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, আমি মেসির সঙ্গে কথা বলেছি। তার ইনজুরি নিয়েও আলোচনা হয়েছে। বাস্তবতার বিবেচনায় মেসির অলিম্পিকে খেলা কঠিন। কেননা কোপা আমেরিকার বিষয়টিও চিন্তায় রাখতে হচ্ছে। তবে আমি আশা ছাড়ছি না।’

অলিম্পিক ফুটবল মূলত বয়সভিত্তিক খেলা। তবে প্রত্যেক দল তিন জন বেশি বয়সী খেলোয়াড় দলভুক্ত করতে পারে। সে সুযোগটা নিতেই মেসিকে দলভুক্ত করতে চান মাশচেরানো।

অলিম্পিক পুরুষ ফুটবলের গ্রুপ:
‘এ’ গ্রুপ: ফ্রান্স, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও প্লে অফ বিজয়ী
‘বি’ গ্রুপ: আর্জেন্টিনা, মরক্কো, ইউক্রেন ও এএফসি ৩
‘সি’ গ্রুপ: স্পেন, মিসর, ডোমিনিক প্রজাতন্ত্র, এএফসি ২
‘ডি’ গ্রুপ: প্যারাগুয়ে, মালি, ইসরায়েল ও এএফসি ১

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর