ঢাকা প্রিমিয়ার লিগনেমেই চমক দেখালেন মাশরাফি

মাঠে নেমেই চমক দেখালেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ড অব রূপপঞ্জের হয়ে খেলতে নামা মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক একাই তুলে নিলেন ৫ উইকেট। তার এই আগুন ঝরানো বোলিংয়ে রীতিমতো ধ্বংসস্তুপে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাত্র ১৩৬ রানে গুটিয়ে গেছে তারা।
দলে থাকলেও এতিদন রাজনৈতিক ব্যস্ততায় মাঠে নামেননি মাশরাফি। চতুর্থ রাউন্ডে এসে আজ বৃহষ্পতিবার প্রথমবার মাঠে নেমেই বল হাতে আগুন ঝড়িয়েছেন। আর তাতেই পুড়ছে গাজী গ্রুপের ব্যাটাররা। বল হাতে প্রথম ওভারেই সাফল্য পান মাশরাফি। প্রীতম কুমারকে নিজের বলে নিজেই তালুবন্দি করেন মাশরাফি। এরপর একে একে সাবেক অধিনায়কের শিকারে পরিণত হন সাব্বির হোসেন, ফয়সাল আহমেদ, মঈন খান ও মাহফুজ রাব্বি। সব মিলিয়ে ৮ ওভার বোলিং করে মাত্র ১৯ রানে ৫ উইকেট শিকার করেন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে মাশরাফির এটি অষ্টমবারের মতো পাঁচ উইকেট শিকার।