শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

শেষ ওভারে সর্বনাশ হলো বাংলাদেশের

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

আগের দিনই সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আজ মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জ্যোতি ও তার সতীর্থরা কথা রেখেছিলেন। টস জয়ের পর বল হাতে নেমে অস্ট্রেলিয়ার মেয়েদের দারুণ চাপের মাঝে রেখেছিলেন। ইনিংসের ৪৯তম ওভার পর্যন্ত অস্ট্রেলিয়ার রানকে নাগালের মাঝেই রেখেছিলেন তারা। কিন্তু একটা ওভার সব সর্বনাশ ডেকে এনেছে। ৪৯ ওভার শেষে যেখানে ১৮৪, সেখানে ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ২১৩।

ইনিংসের শেষ ওভারটি করার জন্য অধিনায়ক জ্যোতি বল তুলে দিয়েছিলেন ফাহিমা খাতুনের হাতে। ৮ ওভারে তার খরচ ছিল ৩৮ রান। কিন্তু শেষ ওভারে অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালান কিং যেমন ফাহিমার হাসি কেড়ে নিয়েছেন তেমনি হাসি ফুটিয়েছেন নিজ দলের সতীর্থদের। কেননা ওই এক ওভারে রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। চারটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারিতে শেষ পাঁচ বলে তিনি দলকে এনে দেন ২৮ রান। প্রথম বলে অ্যানাবেল সাদারল্যান্ড ১ রান নেওয়ায় মোট আসে ২৯ রান। ফাহিমার ৮ ওভারে ৩৮ রান থেকে শেষ পর্যন্ত বোলিং স্পেলটা দাঁড়ায় ৯-০৬৭-১। আর অ্যালান কিংয়ের ১৮ রান থেকে হয়ে যায় ৪৬ রান।

সকালে টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক সতীর্থদের হাতে বল তুলে দেন। মারুফা আক্তার তার প্রথম ওভারেই বুঝিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য স্বস্তির কোনো খবর থাকছে না। ইনিংসের দ্বিতীয় ও সুলতানা খাতুন তার প্রথম বলেই সে প্রমাণও রাখেন। ফোবে লিচফিল্ডকে বোল্ড করেন। ষষ্ঠ ওভারে আবার আঘাত করেন তিনি। শুধু সুলতানা খাতুন নন, একে একে বল হাতে বিধ্বংসী রূপ নেন মারুফা খাতুন, নাহিদা আক্তার, স্বর্ণা আক্তাররা। আর তাতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

৭৮ রানেই পাঁচ উইকেট হারায় তারা। এমন সময় অ্যানাবেল সাদারল্যান্ডের ৫৮, অ্যাশলেই গার্ডনারের ৩২ রানের পাশাপাশি অ্যালানা কিংয়ের ঝড়ো গতির ৩১ বলে ৪৬ রান অস্ট্রেলিয়াকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দেয়।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর