বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজসর্বনিম্ন ১০০ টাকায় টেস্ট

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ। টি-টোয়েন্টি সিরিজে সফরকারী শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে জয় পায়। ওয়ানডে সিরিজ একই ব্যবধানে জয় করে বাংলাদেশ। এবার শুরু টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামীকাল শুক্রবার ২২ মার্চ থেকে। সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। আজ বৃহষ্পতিবার থেকে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে সিলেট টেস্ট। সকাল ১০টায় শুরু হবে ম্যাচ।
প্রতিদিনের খেলা এবং আগের দিন দুই কাউন্টারে পাওয়া যাবে টিকেট। সর্বনিম্ন ১০০ টাকায় যে টিকেট পাওয়া যাবে তা গ্রিন হিল এরিয়া ও পশ্চিম গ্যালারির জন্য প্রযোজ্য। পূর্ব দিকের গ্যালারির টিকেটের দাম রাখা হয়েছে ২০০টাকা। ক্লাব হাউসে টিকেটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। সর্বোচ্চ এক হাজার টাকা রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম।
দুই দলের মধ্যেকার এ পর্যন্ত হওয়া ২৪ টেস্টে বাংলাদেশের জয় মাত্র একটিতে। ২০১৭ সালে জয় পেয়েছিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে সেটি ছিল বাংলাদেশের শততম টেস্ট। বাংলাদেশ সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজে নেমেছিল ২০২২ সালে। সে সিরিজে চট্টগ্রামের ম্যাচে ড্র করলেও মিরপুরে হেরেছিল স্বাগতিকরা।