শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

সিলেটে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অধিনায়ক টস জয়ের পর আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সকাল দশটায় শুরু হবে ম্যাচ।

আবহাওয়া নিয়ে একটু শঙ্কা থাকলেও দিনের শুরুতে সে শঙ্কা দূর হয়ে যায়। চমৎকার আবহাওয়ায় নির্ধারিত সময়ে টস হয়েছে। গত ৯ বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশ টস জয়ের পর নিজেদের মাটিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। শেষবার তারা এমনটা করেছিল পাকিস্তানের বিপক্ষে। সে ম্যাচে অবশ্য স্মৃতিটা স্বস্তির হয়নি। হেরেছিল বাংলাদেশ।

দুই দলে আজ যারা খেলছেন:
বাংলাদেশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা: নিশান মাদুশাঙ্কা, দিমুথ কারুরত্নে, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো , কাসুন রাজিথা ও লাহিলু কুমারা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর