শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

সিলেট টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

সিলেট টেস্টে ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। সকালে টস হেরে ব্যাট হাতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়েছিল সফরকারী শ্রীলঙ্কা। পড়েছিল ব্যাটিং বিপর্যয়ে। এক পর্যায়ে ৫৭ রান করতেই ৫ উইকেট হারিয়েছিল তারা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের চমৎকার ব্যাটিংয়ে ম্যাচে ফিরেছে সফরকারীরা। এরই মধ্যে সেই ৫ উইকেটে স্থির থেকে দলীয় রান ২০৭ রানে পৌঁছেছে। উভয়েই সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছেন। ডি সিলভা ৭৬ রানে এবং কামিন্দু ৭৪ রানে ব্যাটিং করছেন।

খালেদ আহমেদের চমৎকার বোলিংয়ে দিনের শুরুতে বিপর্যয়ের মুখে পড়েছিল শ্রীলঙ্কা। একে একে তিনি নিশান মাদুশকা, দিমুথ কারুরত্নে ও কুশাল মেন্ডিসের উইকেট তুলে নেন। তবে শ্রীলঙ্কা শিবিরে দিনের বড় আঘাতটা হয়ে আসনে অ্যাঞ্জেলো ম্যাথুজ। এই নির্ভরযোগ্য ব্যাটার ক্রিজে আসতে না আসতে রান আউটে ফেরেন। মাত্র ৫ রান করেন। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই শরিফুল ইসলামের বলে মেহেদি হাসানের হাতে ক্যাচ দেন দিনে চান্দিমাল। মাত্র ৯ রানে তিনি ফেরায় শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৫৭ রান।

এই অবস্থায় শ্রীলঙ্কাকে স্বল্প রানে গুটিয়ে যাওয়া সম্ভাবনা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ষষ্ঠ উইকেটে ধনঞ্জয়া ও কামিন্দু দারুণ ব্যাটিং করে চলেছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর