শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

সিলেট টেস্ট

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ২৩ মার্চ, ২০২৪

সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। অর্ধেক উইকেট হারিয়ে সফরকারী দলের সংগ্রহ ১১৯। তবে দিন শেষে হাসি নেই বাংলাদেশের খেলোয়াড়দের মুখে। কেননা প্রথম ইনিংসের ৯২ রান নিয়ে এরই মধ্যে সফরকারী দল ২১১ রানে এগিয়ে গেছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ২৮০। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস ১৮৮ রানে গুটিয়ে যায়।

প্রথম ইনিংসের শুরুতে বড় ধরণের ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে যে খুব ভালো করেছে তা নয়, তবে প্রথম ইনিংসের মতো শুরুটা বাজে হয়নি। ওপেনার দিমুথ কারুনারত্নে হাফ সেঞ্চুরি (৫২) করেছেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ করেছেন ২২ রান। আউট হওয়া অন্য তিনজন ব্যাট হাতে তেমন অবদান রাখতে পারেননি। তবে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা রুখে দাঁড়িয়েছেন। ২৩ রানে অপরাজিত তিনি। তার সঙ্গে রয়েছেন নাইট ওয়াচম্যান বিশ্ব ফার্নান্ডো। ১৯ বলে ২ রান তার সংগ্রহ।

এ ম্যাচে অভিষেক হওয়া নাহিদ রান দুই উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।

গতকাল শুক্রবার সিলেটে শুরু হওয়া প্রথম টেস্টের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। শুরুর সেশনের পর বাকি সেশনগুলোতে বাংলাদেশ ব্যাকফুটে রয়েছে। কেননা শুরুতে ৫৭ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের বোলাররা। তারপর থেকে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরি করেন। তাদের সেঞ্চুরিতে শুরুর বিপর্যয় সত্ত্বেও শ্রীলঙ্কা স্কোরবোর্ডে ২৮০ রান দাঁড় করায়।

শ্রীলঙ্কাকে তিনশ রানের আগে গুটিয়ে দিয়ে যে স্বস্তিতে ছিল দিন শেষে তা আর থাকেনি বাংলাদেশের। কেননা ৩২ রান করতেই ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের শুরুতেও একই অবস্থা। ইনিংস শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল। শেষের দিকের ব্যাটারটা একটু ঘুরে না দাঁড়ালে বাংলাদেশের অবস্থা আরো নাজুক হতে পারতো।

শেষ দিকের দুই ব্যাটার খালেদ আহমেদ ২৮ বলে স্কোর বোর্ডে ২২ রান যোগ করেন। আর শরিফুল ইসলাম করেছেন ২১ বলে ১৫ রান। এর আগে দিনের শুরুতে দলের বিপদ বাড়িয়ে দেন আগের দিন ৯ রানে অপরাজিত থাকা ওপেনার মাহমুদুল হাসান জয়। এদিন মাত্র ৩ রান যোগ করে বিদায় নেন তিনি। একটু পরেই তাকে অনুসরণ করেন নতুন ব্যাটার শাহাদত হোসেন (১৮)।

বাংলাদেশের ইনিংসের বড় রান ৪৭ এসেছে তাইজুল ইসলামের ব্যাট থেকে। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ২৫ রান ছিল উল্লেখযোগ্য।

শ্রীলঙ্কার সফর বোলার ছিলেন বিশ্ব ফার্নান্ডো। ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া কাসুন রাজিথা ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নিয়েছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর