শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

বাংলাদেশকে উড়িয়ে সিরিজ জয় নিশ্চিত অস্ট্রেলিয়ার

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ২৪ মার্চ, ২০২৪

ম্যাচের ফল কি হতে যাচ্ছে বাংলাদেশের ইনিংস শেষ হতেই অনমুান করা গিয়েছিল। শেষ পর্যন্ত তার ব্যতিক্রম কিছু হয়নি, অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও হেরেছে বাংলাদেশের মেয়েরা। ৬ উইকেটে জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। সব উইকেট হারিয়ে বাংলাদেশের করা ৯৭ রানের জবাবে অস্ট্রেলিয়া ২৩.৫ ওভারে জয় তুলে নেয়। এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

মাত্র ৯৮ রানের লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার। ছোট্ট এই লক্ষ্যে পৌঁছাতে যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হয়েছে সফরকারীদের। বিশেষ করে তাদের শুরুটা বাংলাদেশের বোলারদের কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। ৩৯ রান করতেই হারিয়েছিল ৩ উইকেট। তবে ইলিসে পেরির চমৎকার ব্যাটিং অস্ট্রেলিয়ার সব উদ্বেগ দূর করে দেয়। ৩৪ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে ক্রিজ ছেড়েছেন তিনি। অ্যাশলেই গার্ডনারের ভূমিকা কম নয়। ২৩ বলে ২০ রানে অপরাজিত তিনি।

সকালে টসে জয় পেয়েছিল বাংলাদেশ। টস জয়েই আটকে আছে বাংলাদেশের স্বস্তি। কেননা পারফরম্যান্সের ব্যারোমিটারে কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। টস জয়ের পর ব্যাটিংয়ের সিদ্ধান্তটা যে কত বড় ভুল ছিল তা টের পেতে মোটেও দেরি হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নদের আগুনে বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটারটা খাবি খেয়েছে। উইকেটে আসা যাওয়াই ছিল তাদের রুটিন কাজ। শীর্ষ চার ব্যাটারের কেউ দুই অঙ্কের রানে যেতে পারেননি। পুরো ইনিংসে মাত্র তিন ব্যাটার ব্যক্তিগত রানকে দুই অংকে নিতে পেরেছেন। এর মধ্যে ফাহিমা খাতুন করেছেন ১১ রান, আর রিতু মনির সংগ্রহ ছিল ১০ রান।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন নাহিদা আক্তার। ২২ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ২০ রানের। এটি কোনো ব্যাটারের নয়, অতিরিক্ত খাত থেকে এসেছে এ রান। অস্ট্রেলিয়ার বোলাররা ১৮টি ওয়াইড রান করেছে।

অস্ট্রেলিয়া দলের সফল বোলার ছিলেন সোফি মোলিনিউক্স। তার বোলিংটা ছিল এমন ১০-৫-১০-৩। এছাড়া অ্যালানা কিং, অ্যাশলেই গার্ডনার ও জর্জিয়া ওয়ারেহাম দুটো করে উইকেট নিয়েছেন। বাংলাদেশের সুলতানা খাতুন ও রাবেয়া খান একটি করে উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার হারানো অন্য দুই উইকেট ছিল রান আউট।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর