শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

সিলেট টেস্ট

ব্যাটিং-বোলিং ব্যর্থতায় বড় হারের শঙ্কায় বাংলাদেশ
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ২৪ মার্চ, ২০২৪

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষেই ম্যাচের পরিণতি অনেকটাই পরিস্কার। এ ম্যাচে বাংলাদেশের কোনো সম্ভাবনা যে আর নেই তা বাংলাদেশ ক্রিকেট দলের অন্ধ ভক্তও বিশ্বাস করবে। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৫১১ রানের অসম্ভব এক লক্ষ্যমাত্রা দাঁড়ায়। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই ভেঙ্গে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন। তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৪৭ রান করতে ৫ উইকেট হারিয়েছে। জয়ের জন্য বাংলাদেশকে এখনো করতে হবে ৪৬৪ রান।

সিলেট টেস্টে সফরকারী শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৮০ রান করেছিল। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৮৮ রানে সব উইকেট হারায়। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে করেছে ৪১৮ রান।

৪৭ রান করতে ৫ উইকেট হারালেও বাংলাদেশ এরই মধ্যে একটা বিষয় নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় রানের ব্যবধানে হারের শঙ্কা থেকে রেহাই পেয়েছে। ২০০৯ সালে চট্টগ্রামে এই শ্রীলঙ্কার কাছে ৪৬৫ রানে হারই টেস্টে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় হার। রানের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে বাংলাদেশের হার ৩৩৫ রানে। ২০১৩ সালে জিম্বাবুয়ের কাছে এই ব্যবধানে হেরেছিল।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের জাকির হাসান ছাড়া ক্রিজে নামা কোনো ব্যাটারই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। জাহির হাসান ১৯ রান করেছেন। এ ছাড়া মাহমুদুল হাসান জয় (০), নাজমুল হোসেন শান্ত (৬), শাহাদাত হোসেন (০), লিটন দাস (০) রান করেছেন। ক্রিজে আছেন মমিনুল হক (৭) ও তাইজুল ইসলাম (৬)।

এর আগে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের পুনরাবৃ্ত্তি করেছে। সতীর্থদের ব্যর্থতায় ব্যাট হাতে বুক চিতিয়ে দাঁড়েয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। উভয়ে সেঞ্চুরি করেছিলেন। এ ইনিংসেও তাই। ডি সিলভা করেছেন ১০৮ রান। আর কামিন্দু ১৬৪ রান। আর তাতেই ৪১৮ রানের বিশাল স্কোর দাঁড় করায় তারা। যা বাংলাদেশের বিপর্যয়ের জন্য যথেষ্ঠ হয়ে দেখা দিয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর