শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে

সিরিজে ফেরার লড়াই আজ মেয়েদের
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ২৪ মার্চ, ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। মিরপুর স্টেডিয়ামে সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সিরিজে ফিরতে আজকের ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই।

সিরিজের প্রথম ম্যাচে এই মিরপুরে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে আত্মবিশ্বাসে বড় ধরণের চিড় ধরেছে। অথচ এই সিরিজের আগে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে বাংলাদেশ লড়েছিল তাতে আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে বাংলােদেশের বোলাররা ভালো করেছিল। যার ফলে অস্ট্রেলিয়াকে স্বল্প রানে বেঁধে রাখতে সমর্থ হয়েছিল। কিন্তু ব্যাটাররা সেভাবে জবাব দিতে পারেনি। ফলে যা হওয়ার তাই হয়েছিল। ক্রিজে যাওয়া আসার মিছিলে ছিল বাংলাদেশের ব্যাটাররা। আর সঙ্গী হয়েছিল বড় ব্যবধানে হার।

বোলিং সাফল্যকে টেনে এনে সংবাদ সম্মেলনে ফাহিমা বলেন, আমি মনে করি আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করছে। অন্য দলের বিপক্ষে অস্ট্রেলিয়া তিনশ রান করেছে, আমরা তাদের দুইশ’র নিচে আটকে রাখতে পারতাম। কিন্তু আমাদের ভুলের কারণে তারা দুইশ পার হয়েছে। এই ভুলগুলো আমরা শুধরে নেব। টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছিল। সে জন্য শেষ ওভার করার জন্য আমার হাতে বল দিয়েছিল। আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছিলাম। হয়তো বা সে বেশি ভালো ব্যাটিং করে ফেলেছিল। যার ফলে শেষ ওভারে তারা বেশি রান পেয়ে যায়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর