সিলেট টেস্ট৫১১ রানের লক্ষ্য দিল বাংলাদেশকে

অবশেষে শেষ হলো শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। তারা যেখানে শেষ করেছে সেখানে পৌঁছাতে বাংলাদেশকে রেকর্ড গড়তে হবে। সিলেট টেস্টে জয় পেতে বাংলাদেশকে ৫১১ রান করতে হবে। অথচ চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের কীর্তি রয়েছে ৪১৭ রান। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ৪১৮ রান করেছে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৮০। বিপরীতে বাংলাদেশ অল আউট হয়েছিল ১৮৮ রানে।
শ্রীলঙ্কার প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসের চিত্র একই রকম বলা যায়। কেননা প্রথম ইনিংসে যে দুইজনের কীর্তিতে বিপর্যয় এড়িয়েছিল সেই দুইজনের কীর্তিতে এ ইনিংসে তারা রানের পাহাড় গড়েছে। ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস উভয়েই প্রথম ইনিংসের মতো এ ইনিংসেও সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে উভয়ের সংগ্রহ ছিল সমান। উভয়ে ১০২ রান করে করেছিলেন। কিন্তু এবার ধনঞ্জয়াকে ছাড়িয়ে গেলেন কামিন্দু। ধনঞ্জয়া এবার ১০৮ রানের ইনিংস খেলেছেন। আর কামিন্দু তার ক্যারিয়ার সেরা ইনিংস খেলতে করেছেন ১৬৪ রান।
ধনঞ্জয়া ডি সিলভা তার ইনিংসটি খেলতে ১৭৯ বলের মোকাবেলা করেছেন। ৯টি বাউন্ডারির পাশাপাশি দুটো ছিল ওভার বাউন্ডারি। এটি ছিল তার দ্বাদশ টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে কামিন্দু খেলেছেন ২৩৭ বল। ১৬৪ রানের ইনিংসটি সাজাতে তিনি ১৬টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি মেরেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই উভয় ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব গড়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্টে তার সংগ্রহ ছিল ৬১ রান। একটাই ইনিংস খেলেছিলেন।
বাংলাদেশের সফল বোলার ছিলেন মেহেদি হাসান মিরজা। চার উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া নাহিদ রানা ও তাইজুল ইসলাম দুটো করে উইকেট নেন।