শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

প্রথম টেস্টে বড় ব্যবধানেই হারলো বাংলাদেশ

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ২৫ মার্চ, ২০২৪

শেষ পর্যন্ত সিলেট টেস্টে যা হওয়ার তাই হয়েছে। বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ৫১১ রানের জয়ের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে ১৮২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কা ৩২৮ রানের জয় নিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৩০ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে।

রানের হিসেবে শ্রীলঙ্কার এটি দ্বিতীয় বৃহত্তম জয়। সবচেয়ে বড় ব্যবধানে জয় ৪৬৫ রানে। সেটিও এই বাংলাদেশের বিপক্ষে। ২০০৯ সালে চট্টগ্রামে এই ব্যবধানে জয় পেয়েছিল শ্রীলঙ্কা।

ম্যাচে বাংলাদেশের হার উভয় দলের প্রথম ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কেননা প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৯২ রানে এগিয়ে ছিল। আর দ্বিতীয় ইনিংসে তো সফরকারী দল রান উৎসব করেছে। প্রথম ইনিংসের দুই ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন। যার ওপর ভর করে রানের পাহাড়ে পৌঁছেছিল শ্রীলঙ্কা। করেছিল ৪১৮ রান। প্রথম ইনিংসের ৯২ রান নিয়ে তারা এগিয়ে গিয়েছিল ৫১০ রানে।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৫১১ রানের। চতুর্থ ইনিংসে এই বিশাল রান তাড়া করে জয় এক অসম্ভব ব্যাপার। বাংলাদেশের ব্যাটাররা সেই অসম্ভব কাজের পথে যায়নি। বরং দ্রুত ইনিংস শেষ করার লড়াইয়ে যেনো নেমেছিল তারা। তাই তো তৃতীয় দিনের শেষে মাত্র ১৩ ওভার বোলিং মোকাবেলা করতেই ৫ উইকেটের পতন হয়েছিল। বিপরীতে স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ৪৭ রান।

আজ দিনের শুরুতেই ইনিংসে গুটিয়ে যাওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছিল। সে শঙ্কা বাস্তবে রূপ দিতে প্রথম ইনিংসে কিছুটা সফল ব্যাটার তাইজুল ইসলাম দ্রুত ফিরে যান। তবে এবার রুখে দাঁড়ান মমিনুল হক। একাই লড়েছেন তিনি। শ্রীলঙ্কার বোলারদের মুখে হাসি কিছুটা হলেও ম্লান করেছেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৮৭ রানে অপরাজিত তিনি। তার সঙ্গে লম্বা একটা সময় সঙ্গী হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। তাইতো লাঞ্চের আগে অল আউট হওয়ার যে শঙ্কা ছিল তা থেকে বাংলাদেশ রেহাই পায়। ৬৬ রানের জুটি গড়েন তারা। মিরাজ ৩৩ রান করেন।

কাসুন রাজিথা একাই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশক ধ্বংস্তুপে পরিণত করেছেন। পাঁচ উইকেট শিকার তার। ম্যাচে তার শিকার সংখ্যা আট। এছাড়া বিশ্ব ফার্নান্ডো দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর