রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবস ক্রিকেটের দল ঘোষণা

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ২৫ মার্চ, ২০২৪

আগামীকাল মহান ২৬ শে মার্চ। স্বাধীনতার এই দিনকে স্মরণ রাখতে প্রতিবছরের ন্যায় এবারও বিশেষ এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের সাবেক ও কিংবদন্তী ক্রিকেটাররা এ ম্যাচে মাঠে নামবেন। আমাদের গর্বের পতাকার দুই রং লাল ও সবুজ নামে দুই ভাগে ভাগ হয়ে ক্রিকেটাররা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

১০ ওভারের ম্যাচ। এরই মধ্যে ক্রিকেট বোর্ড দুই দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। আগামীকালের ম্যাচের জন্য বিসিবি যাদের নির্বাচিত করেছে-

লাল দল: নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, ফয়সাল হোসেন ডিকেন্স, ডলার মাহমুদ, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), জামাল উদ্দিন আহমেদ, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আলী।

সবুজ দল: জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফিস, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, রাজিন সালেহ, এহসানুল হক সেজান, সানোওয়ার হোসেন, মোহাম্মদ সেলিম (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, সজল চৌধুরী, মাহবুবুল আলম রবিন, রবিউল ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, রকিবুল হাসান।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর