হ্যানয় গ্র্যান্ড মাস্টার দাবায় ফাহাদ অষ্টম

ভিয়েতনামের হ্যানয় শহরে অনুষ্ঠানরত হ্যানয় গ্র্যান্ড মাস্টার-২ দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অষ্টম স্থান লাভ করেছেন। তিনি ৯ খেলায় সাড়ে তিন পয়েন্ট অর্জন করে।
গতকাল (রোববার) স্থানীয় সময় বিকালে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের ভারতের ফিদে মাস্টার ভাজ ইথানের কাছে হেরে যান। ছয় পয়েন্ট করে নিয়ে ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ত্রান তুয়ান মিন চ্যাম্পিয়ন ও ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার কুইজন ডানিয়েল রানার-আপ হন।
বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের ৩জন গ্র্যান্ড মাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার, ৩ জন ফিদে মাস্টার ও একজন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১০ খেলোয়াড় রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ ইভেন্টে অংশগ্রহণ করেন। আগামীকাল (মঙ্গলবার) হতে শুরু হচ্ছে হ্যানয় গ্র্যান্ড মাস্টার-৩ দাবা প্রতিযোগিতা। জিএমবি-৩ এর খেলা আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এ ইভেন্টে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ, চেক রিপাবলিক, ভারত, ফিলিপাইন ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন ফিদে মাস্টারসহ মোট ১০ খেলোয়াড় রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ ইভেন্টে অংশগ্রহণ করবেন।