শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

ডি মারিয়ার পরিবারকে হত্যার হুমকি

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

ইনজুরির কারণে লিওনেল মেসি দলে নেই। তাকে ছাড়াই প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। দলের নিয়মিত অধিনায়ক মেসির পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন ডি মারিয়া। বিশ্বকাপ ও কোপা জয়ী এই তারকার পরিবারকে তার দেশেরই একদল সন্ত্রাসী হত্যার হুমকি দিয়েছে। সোমবার রোজারিওতে মারিয়ার বাড়িতে একটা চিরকুটের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ডি মারিয়ার এখন ক্যারিয়ারের শেষ দিকে অবস্থান করছে। হয়তো কিছুদিন পর অবসরের ঘোষণা দেবেন। তখন হয়তো জাতীয় দলে না খেললেও খেলবেন ক্লাব ফুটবলে। ক্যারিয়ার শেষ সময়টা তিনি ঘরোয়া ক্লাব রোজারিওতে খেলতে চান। আর এটাতেই হয়েছে সমস্যা।

সন্ত্রাসীরা মারিয়াকে স্থানীয় ক্লাবে দেখতে চান না। কেননা মারিয়া রোজারিওতে খেললে তাদের সমর্থিত ক্লাবের সমস্যা হতে পারে। তাইতো মারিয়াকে এমন হুমকি দেওয়া হয়েছে।

ডি মারিয়া বর্তমানে জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছে। বর্তমানে তিনি পর্তুগালের বেনফিকা ক্লাবের হয়ে খেলছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর