শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

স্বাধীনতা দিবস ক্রিকেট

দুর্জয়ের নেতৃত্বাধীন লাল দলের জয়
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ জয় পেয়েছে লাল দল। সবুজ দলকে তারা ৯ রানে হারিয়েছে। আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচটি সকাল ৯.৪৫ মিনিটে শুরু হয়।

টস জিতে প্রথমে ব্যাট করেন নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন লাল দল। ১০ ওভারের এ খেলায় লাল দলের শুরুটা ভালো ছিল না। ওপেনার হান্নান সরকার ১০ রানে আউট হন। জাতীয় দলের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকানো মেহরাব হোসেন অপিও খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। তবে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ফয়সাল হোসেন ডিকেন্স ও তুষার ইমরান। ডিকেন্স বিধ্বংসী ব্যাটিং করে ১৭ বলে করেছেন ৩৪ রান। তুষার ইমরানের রান ১৬ বলে ৩১ রান। শেষ দিকে ১১ বলে ২০ রান করে দলের সংগ্রহ বাড়ান আব্দুর রাজ্জাক। স্কোর বোর্ডে জমা হয় ১২০ রান। জাভেদ ওমর ছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। দুই উইকেট পান তিনি।

সবুজ দলের দুই ওপেনার মোহাম্মদ রফিক ও জাভেদ ওমর ব্যাট হাতে ঝড় তোলার চেষ্টা করেন। ঝড় ঠিকই তুলেছিলেন। কিন্তু জয়ের দেখা পায়নি তারা। বিনা উইকেটে তাদের সংগ্রহ ১০৯ রান। রফিক ৩৩ বলে ৬৬ রান করেন। জাভেদের সংগ্রহ ছিল ৪০ রান।

ম্যাচ শেষে ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন পুরস্কার বিতরণ করেন। মোহাম্মদ রফিক ম্যাচ সেরা হন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর