শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

দ্বিতীয় টেস্টের দলে সাকিব আল হাসান

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন না সাকিব আল হাসান। প্রথম টেস্টের পরপরই দ্বিতীয় ম্যাচে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেশ সেরা এই অলরাউন্ডার। তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দ্বিতীয় টেস্টে দলভুক্ত করেছে। তাকে দলে নিয়ে আজ ক্রিকেট বোর্ড দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে। সাকিবের পাশাপাশি দলে ফিরেছেন হাসান মাহমুদ। তবে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়। কোনো ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়লেন হৃদয়। ফলে তার টেস্ট অভিষেকের অপেক্ষা আরও বাড়লো।

এদিকে সিলেট টেস্টে দলে থাকা মুশফিক হাসানও বাদ পড়েছেন। সিলেট টেস্টে না খেললেও চোটের কারণে বাদ পড়েছেন তিনি। গোড়ালির চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন এই পেসার।

আগামী ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ হার এড়াতে এ ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। প্রথম টেস্টে বাংলাদেশ ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে।

চট্টগ্রাম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর