শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবস কাবাডি

মোস্তফা কামাল ও বেগম রোকেয়া চ্যাম্পিয়ন
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন প্রীতি ম্যাচের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় কাবাডি ফেডারেশেন আয়োজন করেছিল স্বাধীনতা দিবস কাবাডি টুর্নামেন্ট। সে টুর্নামেন্টে পুরুষ বিভাগে বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল ও মেয়েদের বিভাগে বেগম রোকেয়া কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের খেলায় ফাইনালে মোস্তফা কামাল দল ৪০-৩৩ পয়েন্টে বীরশ্রেষ্ঠ সিপাহি নুর মোহাম্মদ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

মেয়েদের বিভাগের খেলায় বেগম রোকেয়া দলের বিপক্ষে শহীদ জননী জাহানার ইমাম জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। শেষ পর্যন্ত বেগম রোকেয়া ৩৬-৩২ পয়েন্টে জয় পায়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্টে কমিটির চেয়ারম্যান নিজামউদ্দিন চৌধুরী পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর