বিশ্বকাপ বাছাইশেষ মূহুর্তে হৃদয় ভাঙ্গলো বাংলাদেশের

পারলো না বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় অপরাজিত থাকার যে কীর্তি ছিল সে কীর্তি আর ধরে রাখতে থাকলো না। বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই পর্বের খেলায় আজ ফিলিস্তিনের কাছে এ মাঠেই ০-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। ফিলিস্তিনের হয়ে মূল্যবান গোলটি করেছেন মাইকেল ডাডো তারমিনিনি।
গোল শূন্য প্রথমার্ধের পর বাংলাদেশ একটা পয়েন্টের স্বপ্ন দেখছিল। যে স্বপ্নটা বাস্তবে রূপ নেওয়ার পথেই ছিল। কিন্তু শেষ মুহূর্তে হৃদয় ভেঙ্গেছে বাংলাদেশের। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। অপেক্ষা শেষ বাঁশি বাজার। চলছে ইনজুরি সময়ের খেলা। এই সময়ে ফিলিস্তিন দলের রক্ষণভাগের আমিদ মাহাজনা লাল কার্ড পেলে সেই সম্ভাবনা আরো বেড়ে যায়। মারাত্মক ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিস্কৃত হন তিনি।
যেখানে বাংলাদেশের পয়েন্ট পাওয়ার সম্ভাবনা বাড়লো সেখানে পুরো পয়েন্ট হারিয়ে বসলো স্বাগতিক দল। ৯২ মিনিটে একজন কমে যাওয়ায় যখন শক্তি কমলো সফরকারী দলের তখন বদলি খেলোয়াড় সামের জুবাইদা মাঠে নেমে যেনো খেলার গতি পথ বদলে দিলেন। ৯৪ মিনিটে দারুণ এক গোল করেন তারমানিনি। বিনা বাধায় গোলটি করেন তিনি। একেবারে ফাঁকায় ছিলেন তিনি। বাংলাদেশের কোনো খেলোয়াড় তার পাহারায় ছিল না। ফলে সুযোগটা কাজে লাগাতে তার কোনো কষ্ট হয়নি। দারুণ প্লেসিং শটে বাংলাদেশের গোলরক্ষককে পরাভূত করেন।
তারমিনিনির গোলেই হৃদয় ভাঙ্গে বাংলাদেশের। একটা পয়েন্ট নিয়ে দর্শকদের উপহার দেওয়ার যে স্বপ্ন খেলোয়াড়রা দেখছিলেন তা ধূলিস্যাৎ হয়ে যায়। একই সঙ্গে কিংস অ্যারেনায় অপরাজিত থাকার যে রেকর্ড ছিল তাও ভূলুণ্ঠিত হয়।
প্রথমার্ধে দারুণ খেলেছে বাংলাদেশ। শুধু তাই নয়, ফিলিস্তিনের ওপর যথেষ্ঠ চাপও তৈরি করেছিল। এ অর্ধে গোলের সহজ সুযোগও পেয়েছিল লাল সবুজ পতাকার দেশের খেলোয়াড়রা। ৪৪ মিনিটে অধিনায়ক জামাল ভূইয়া মাঝ মাঠের একটু সামনে থেকে ফাহিমের উদ্দেশে বল পাঠিয়েছিলেন। ফিলিস্তিনের দুই ডিফেন্ডারকে পরাভূত করলেও গোল করতে পারলেন না তিনি। গোলরক্ষককে একা পেয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারেননি ফাহিম। তার নেওয়া শট গোলরক্ষকে শরীরে আঘাত করে।
বিশ্বকাপ বাছাইয়ে চার দল নিয়ে গড়া ‘আই’ গ্রুপে চার ম্যাচের শতভাগ জয় নিয়ে অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। ৪ ম্যাচ থেকে ১২ পয়েন্ট তাদের। সমান ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ফিলিস্তিন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা লেবাননের পয়েন্ট দুই। আর সবার নিচে থাকা বাংলাদেশের পয়েন্ট ১।
আজ নিজেদের ম্যাচে অস্ট্রেলিয়া লেবাননকে ৫-০ গোলে হারিয়েছে।