সংবাদ সম্মেলনে কেঁদেই ফেললেন ভিনিসিয়াস জুনিয়র

সংবাদ সম্মেলনে শিশুর মতো কেঁদে ফেললেন ব্রাজিলের ফুটবল তারকা ভিনিসিয়াস জুনিয়র। কান্না ভেজা চোখে বললেন, স্পেনে তাকে বর্ণবাদের শিকার হতে হচ্ছে। এতে করে ফুটবল খেলার ইচ্ছাটা ক্রমেই কমে যাচেছ।
রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড় গত কয়েক বছর ধরেই প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছে থেকে বর্ণবাদ আচরণের শিকার হচ্ছেন। এ কারণে খেলার ইচ্ছা কমলে এখনই লা লিখা ছাড়ছেন না বলে জানিয়েছেন।
পাঁচ বছর আগে রিয়াল মাদ্রিদে যোগ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এখানে দীর্ঘদিন ধরেই এমনটা দেখছি। এটা আমাকে প্রচণ্ডভাবে ব্যথিত করে। ফুটবল খেলার ইচ্ছাটা আমার ক্রমেই কমে যাচ্ছে। প্রত্যেকবারই আমি আরো বেশি দুঃখ পাই। কিন্তু আমাকে এখানে থাকতে হবে এবং আমার মুখ দেখাতে হবে। আমি উয়েফা, ফিফা, কনমেবল ও সিবিএফ এর সহযোগিতা চেয়েছি। তারা এর বিপক্ষে লড়াই করতে পারে। সমস্যা হচ্ছে স্পেনে বর্ণবাদের বিষয়টি কোনা অপরাধ হিসেবে গণ্য হয় না।’
ব্রাজিল এক প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামবে। সে ম্যাচ উপলক্ষে স্পেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভিনিসিয়াস জুনিয়র আরো বলেন, আমি জানি স্পেন বর্ণবাদী রাষ্ট্র নয়। কিন্তু এখানে অনেক বর্ণবাদ চরিত্র রয়েছে। তাদের অনেকেই স্টেডিয়ামে আসে। আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে কেননা অনেকেই বর্ণবাদ সম্পর্কে জানে না।