শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

পিছিয়ে পড়েও আর্জেন্টিনার দাপুটে জয়

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২৭ মার্চ, ২০২৪

লিওনেল মেসিকে ছাড়াই আরো একটা ম্যাচ জয়ে শেষ করলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সে সঙ্গে কোপা আমেরিকার আগে দুই প্রস্তুতির ম্যাচের দুটোতেই জয়ের মুখ দেখলো তারা। তিনদিন আগে এলসালভাদোরকে হারানোর পর আজ সকালে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে তারা কোস্টারিকাকে ৩-১ গোলে হারিয়েছে। আনহেল দি মারিয়া, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ গোল করেন। কোস্টারিকার হয়ে গোল করেন ম্যানফ্রেড উগালদে।

স্কোরশিট বলছে আর্জেন্টিনা সহজ জয় পেয়েছে। পেয়েছেও তাই। তবে কিছু সময়ের জন্য হলেও বিশ্ব চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন থমকে দিয়েছিল কোস্টারিকা। কেননা প্রথম গোলটা করেছিল তারাই। খেলার ধারার বিপরীতে উগালদে ৩৪ মিনিটে গোল করে কোস্টারিকাকে এগিয়ে নিয়েছিলেন।

উগালদের গোল কিছু সময়ের জন্য হলেও আর্জেন্টিনাকে থমকে দিয়েছিল। বিরতির আগে তারা গোল পরিশোধ করতে পারেনি। তবে বিরতির পরপরই খেলার চিত্র পরিবর্তন হয়ে যায়। একের পর এক গোল করে আর্জেন্টিনা। ৫২ মিনিটে প্রথম গোলটি করেন দি মারিয়া। চমৎকার এক ফ্রি কিকে তিনি খেলায় সমতা ফিরিয়ে আনেন। তার এ গোলের আনন্দ রেশ শেষ হতে না হতেই আর্জেন্টিনা আবার গোল পেয়ে যায়। ৫৬ মিনিটে গোল করেন ম্যাক অ্যালিস্টার।

আর্জেন্টিনার তৃতীয় গোলে ছিল ডি পল ও লাউতারো মার্টিনেজের চমৎকার বোঝাপড়ার ফসল। দুইজনই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসার কয়েক মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। পলের তৈরি উৎস থেকে মার্টিনেজ গোল করেন।

দুই প্রস্তুতি ম্যাচের মাঝ দিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যােলোনি তারা খেলোয়াড় বাছাইয়ের কাজটাও সেরে নিয়েছেন।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর