শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

প্রীতি ম্যাচ

রোনালদোর ফেরার ম্যাচে পর্তুগালের হার
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২৭ মার্চ, ২০২৪

সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। সে ম্যাচ সহজ জয় পেয়েছিল পুর্তগাল। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত স্লোভেনিয়ার বিপক্ষে মাঠে ফিরেছিলেন এই পর্তুগীজ তারকা। আর তাতেই যেনো ভাগ্যদেবীর সুনজর থেকে বঞ্চিত হলো পর্তুগাল। অ্যাওয়ে ম্যাচে ০-২ গোলে হেরে গেছে ইউরোর সাবেক চ্যাম্পিয়নরা। কোচ রবার্তো মার্টিনেজের অধীনে পর্তুগাল দলের এটাই প্রথম কোনো হার।

ফেরার ম্যাচে এমন হার মোটেও স্বস্তিদায়ক নয়। আর রোনালদোর জন্য তো নয়। জয় ছাড়া যিনি কিছু বুঝতে চান না, সেই রোনালদো এই হারকে স্বাভাবিকভাবে নেননি। ক্ষুদ্ধ হয়েছেন তিনি, একই সঙ্গে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে আলো ছড়ানো রোনালদো ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। তাই তো ম্যাচ শেষে দ্রুত মাঠ ছেড়ে চলে যান। যাওয়ার সময় টানেলের কাছে থাকা রেফারির প্রতি তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ম্যাচে অবশ্য পর্তুগালের একচ্ছত্র আধিপত্য ছিল। যেখানে স্লোভেনিয়া প্রায় ৩৬ ভাগ খেলা নিয়ন্ত্রণ করেছে সেখানে ৬৪ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করেছে পর্তুগাল। তবে আক্রমণের হার উভয় দলের প্রায় সমান ছিল। পর্তুগালের আক্রমণের বিপরীতে যখনই সুযোগ পেয়েছে স্লোভেনিয়া প্রতি আক্রমণে গেছে। কোনো দলই এ সময়ে গোলের দেখা পায়নি।

শেষ পর্যন্ত ৭২ মিনিটে ম্যাচের অচলায়তন ভাঙ্গে। অ্যাডাম গেজদা স্লোভেনিয়াকে এগিয়ে নেন। টিমি ম্যাক্স এলসনিকের গোলে স্লোভেনিয়ার জয় নিশ্চিত হয়ে যায়। ৮০ মিনিটে তিনি এ গোলটি করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর